আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
দীর্ঘ এক যুগ পর আড়ম্বরপূর্ন পরিবেশে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে সংশ্লিষ্ঠ কলেজ কর্তৃপক্ষ।
গতকাল শনিবার দুপুরে কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে তার অফিস কক্ষে ৫ সদস্যর নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও কলেজ এডহক কমিটির সদস্য বিকাশ চন্দ্র বিশ্বাস নির্বাচনী তফসিল ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, ছাত্র সংসদের সাবেক ভিপি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার মো. নুরুল ইসলাম খান, মো. মোস্তাফিজুর রহমান, শরীফ মনিরুজ্জামান, মলয় কুমার সোম।
তফসিল ঘোষণার সময় অধ্যাপক মোবারক হোসেন, কমলা রানী মন্ডল, আকন মো. কামরুজ্জামান, শ্যামল নন্দী, ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্না, কলেজ ছাত্র লীগ সাধারণ সম্পাদক সৌরভ মোল্লাসহ উপজেলা ও কলেজ ছাত্রলীগ নব নির্বাচিত নেতৃবৃন্দসহ শিক্ষক মন্ডলী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ এক যুগ পর নির্বাচন ঘোষণা করায় নব নির্বাচিত ছাত্রলীগ নেতৃবৃন্দ কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ঘোষিত তফসিল অনুযায়ি ১৬ ফেব্রুয়ারি অফিস চলাকালিন সময়ে নির্ধারিত মূল্যে মনোনয়পত্র বিক্রি ও ১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে। ওই দিনই মনোনয়নপত্র বাছাই শেষে ২০ ফেব্রুয়ারি বৈধ চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের তারিখ নির্ধারন করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে ২০ ফেব্রুয়ারি। ১৪ মার্চ ৯টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।