ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যুবরাজ হায়দ্রাবাদে, ওয়াটসন ব্যাঙ্গালুরুর

0
528

ব্যাঙ্গালুরুতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৬ এর নিলাম। সেখানে শনিবার সকালে প্রথমে চলল বড় খেলোয়াড়দের নিলাম। চমক লাগল অস্ট্রেলিয়ার অল রাউন্ডার শেন ওয়াটসনের নিলামে। সাড়ে ৯ কোটি রূপি দিয়ে তাকে কিনে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রূপি। ভারতের অল রাউন্ডার যুবরাজ সিংকে সানরাইজার্স হায়দ্রাবাদ কিনেছে ৭ কোটি রূপি দিয়ে।   পুনে শুরুতেই ওয়াটসনকে কেনার প্রতিযোগিতায় নাম লেখায়। তাদের সাথে যোগ দেয় ব্যাঙ্গালুরু। দুই দলের লড়াইয়ে দাম উঠে যায় ৫.৫ কোটি রূপিতে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স যোগ দেয় নিলামে। দাম ওঠে ৮.৫ কোটি রূপি। শেষ পর্যন্ত ব্যাঙ্গালুরু ৯.৫ কোটি রূপিতে কিনে নেয় তাকে। যুবরাজের নিলামও শুরু হয় ২ কোটি রূপি দিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ডাক দেয়। ব্যাঙ্গালুরু যোগ দেয় তাদের সাথে। সাড়ে ৫ কোটি রূপি দাম ওঠে। এরপর হায়দ্রাবাদ যোগ দিল লড়াইয়ে। এই মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ দামে তাকে কিনে নেয় হায়দ্রাবাদ।   ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে সাড়ে তিন কোটি রূপিতে কিনেছে পুনে সুপারজায়ান্টস। ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথকে ২.৩ কোটি রূপিতে কিনেছে গুজরাট লায়ন্স। ভারতের ফাস্ট বোলার ইশান্ত শর্মার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রূপি। ৩.৮ কোটি রূপিতে তিনি হয়েছেন পুনের। আরেক ভারতীয় পেসার আশিস নেহরাকে সাড়ে ৫ কোটি রূপিতে কিনেছে হায়দ্রাবাদ। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইনের ভিত্তি মূল্য ছিল দেড় কোটি রূপি। তাকে ২.৩ কোটি রূপিতে কিনেছে গুজরাট। নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে নেয়নি কোনো দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here