বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর নতুন মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নিশীথ কুমার সরকার। নিজেদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বিআইএ। নতুন মহাসচিব নিশীথ কুমার সরকার এর আগে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। ১৯৮৩ সালের বিসিএসে প্রশাসন কাডারের মাধ্যমে তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। সর্বশেষ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে কর্মজীবনের ইতি টানের।