আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে সুপ্রিমকোর্টের কার্যতালিকা (কজলিস্ট) ও মামলার তথ্য পুরোপুরি অনলাইনে প্রকাশ করা হবে। কাগজে ছাপানো সর্বশেষ কার্যতালিকা হবে ১৫ ফেব্রুয়ারি। দীর্ঘকালীন এই নিয়মের পরিসমাপ্তি ঘটছে ডিজিটাল ব্যবস্থায় উত্তরণের কারণে।
গত ১ ফেব্রুয়ারি থেকেই সুপ্রিমকোর্টের কজলিস্ট পুরোপুরি অনলাইনে প্রকাশ করার কথা ছিল। গত ২৮ জানুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেয়া হয়। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন।
পরে সুপ্রিমকোর্টের আইনজীবীদের অনুরোধে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কাগজে ছাপা কজলিস্ট প্রকাশে সম্মতি দেন প্রধান বিচারপতি। এ সিদ্ধান্ত সুপ্রিমকোর্টের ওয়েব সাইটেও প্রকাশ করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারির পর কাগজের তালিকা উঠিয়ে শুধুমাত্র অনলাইনেই কজলিস্ট প্রকাশ করা হবে ।
রেজিস্ট্রার জেনারেল জানান, ডিজিটালাইজেশন নিশ্চিত করতে কাগজের কার্যতালিকা তুলে দেয়া হচ্ছে। এতে মামলাজট ও জনদুর্ভোগ কমবে। ছাপার খরচ থাকবে না। তিনি বলেন, “সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা অনলাইন কজলিস্ট বাস্তবায়ন করে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আরো এক ধাপ এগিয়ে নিতে সমর্থ হবো। বর্তমান সরকারের যে ডিজিটাল দেশ গড়ার প্রত্যয় রয়েছে তার সাথে শরিক হয়ে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ জাতি গঠনে অবদান রাখতে পারবো।’
গত বছরের ১ নভেম্বর থেকে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের কার্যতালিকা (কজলিস্ট) কাগজে ছাপানোর পাশাপাশি একযোগে অনলাইনেও প্রদর্শন শুরু হয়। তখন বলা হয়, তিনমাস পরীক্ষামূলকভাবে ছাপা ও অনলাইন কার্যতালিকা একসঙ্গে চালু থাকবে। এরপর কাগজে কার্যতালিকা ছাপা সম্পূর্নরূপে বন্ধ করে দেয়া হবে।
রেজিষ্ট্রার জেনারেল জানান, সুপ্রিমকোর্টের ওয়েবসাইটকে আরো সমৃদ্ধ করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মামলা নিস্পত্তি সংক্রান্ত তথ্য ও নিউজ এখন সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে অনলাইনে (নিউজ আপডেট) দেয়া হচ্ছে।
বিচারপ্রার্থী জনগোষ্ঠিকে আইনি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এবং দাপ্তরিক ও বিচারিক সেবার মানোন্নয়নে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগ-পরামর্শ বাক্স স্থাপন করা হয়েছে। এ অভিযোগ-পরামর্শ বাক্সে বিচারপ্রার্থী, আইনজীবীসহ সংশ্লিষ্টরা বিভিন্ন অভিযোগ ও মূল্যবান মতামত প্রদান করছেন। তার আলোকে পদক্ষেপও নেয়া হচ্ছে বলে সূত্র জানায়।