চলতি অর্থবছরে বিনিয়োগ প্রস্তাব ৪৮ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে

0
438

দেশে বিনিয়োগের প্রস্তাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। চলতি ২০১৫-২০১৬ অর্থবছরের অক্টোবর থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত স্থানীয় ও বিদেশী উদ্যোক্তাদের কাছ থেকে পাওয়া বিনিয়োগ প্রস্তাব ৪৮ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগ বোর্ডের সাম্প্রতিক তথ্য-উপাত্ত থেকে এ তথ্য পাওয়া গেছে। উল্লেখিত ৩ মাসে ৪০২টি শিল্প ইউনিটে বিনিয়োগ করার লক্ষ্যে বিনিয়োগ বোর্ডের কাছে স্থানীয় ও বিদেশী উদ্যোক্তাদের পক্ষ থেকে ২১ হাজার ৬৯২ কোটি ৩৬ লাখ টাকার প্রস্তাব পাঠানো হয়। বিনিয়োগ বোর্ড সূত্রে জানা, গেছে নতুন নিবন্ধিত ৪০২টি শিল্প ইউনিটে মোট ৫৬ হাজার ২১৬ টি পদে কর্মসংস্থান হবে।
এদিকে চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই থেকে সেপ্টেম্বর ২০১৫) ৩৭২টি শিল্প ইউনিটে বিনিয়োগের লক্ষ্যে প্রস্তাবের অঙ্ক ছিল ১৩০ কোটি ২৮ লাখ ৮৫ হাজার টাকা। অক্টোবর থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত পুরোপুরি অথবা যৌথভাবে প্রাপ্ত বিদেশী বিনিয়োগ প্রস্তাবের মোট অঙ্ক ছিল ১ হাজার ১৩৮ কোটি ২৪ লাখ টাকা। এছাড়াও সবচেয়ে বেশি সংখ্যক, ২৫ দশমিক ৯৮ শতাংশ, বিনিয়োগ প্রস্তাব এসেছে প্রকৌশল খাতে। এছাড়া, কেমিক্যাল খাতে ২২ দশমিক ২৮ শতাংশ, সেবা খাতে ১৫ দশমিক ২২ শতাংশ, কৃষি কাতে ১৩ দশমিক ৯৮ শতাংশ এবং অন্যান্য খাতে ২২ দশমিক ৫৪ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here