বরিশালের প্রত্যেক উপজেলা হাসপাতালের জন্য মেশিন বরাদ্ধ

0
464

বরিশাল প্রতিনিধি ॥ এবার বরিশালের উপজেলা হাসপাতালগুলোতেই হবে আলট্রাসনোগ্রাম পরীক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ মাস থেকেই চালু হবে চিকিৎসা ব্যবস্থার এই গুরুত্বপূর্ন সেবা। আর এ সেবা চালু হলে উপজেলা পর্যায়ের রোগীদের সময় ও অর্থ ব্যয় করে আসতে হবে না জেলাপর্যায়ের হাসপাতালে।
বরিশালবাসীর জন্য এ সুখবর নিয়ে এসেছেন জেলা সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফীউদ্দিন। তিনি বরিশালে যোগদানের পর থেকে গত তিন মাস ধরে আলট্রাসনোগ্রাম মেশিন বরাদ্ধের জন্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে নিরবিচ্ছন্ন যোগাযোগ তদ্বির করেছেন। ফলশ্রুতিতে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জেলার ১০ উপজেলার হাসপাতালগুলোর জন্য একটি করে আলট্রাসনোগ্রাম মেশিন বরাদ্ধ দিয়েছে। সিভিল সার্জন বলেন, অনেক চেষ্টার পর অধিদপ্তর মেশিনগুলো বরাদ্ধ দিয়েছে। এখন ক্রয় প্রক্রিয়া শেষ করে মেশিনগুলো প্রেরন করবে তারা। তিনি আরও বলেন, আশা করছি চলতি মাসের মধ্যে ক্রয় প্রক্রিয়া শেষ হবে। আগামী মাসের মধ্যেই উপজেলায় মেশিনগুলো চালু করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন। জানা গেছে, জেলার হিজলা ছাড়া কোন উপজেলা হাসপাতালে আলট্রাসনোগ্রাম মেশিন ছিলোনা। ৪/৫ বছর আগে আসা হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই মেশিনটি এক্সপার্ট সংকটের কারনে ব্যবহার না করায় বিকল হয়ে পরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here