বরিশালের স্কুল ছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন ॥ মহাসড়ক অবরোধ

0
497

বরিশাল প্রতিনিধি ॥ জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী কবিতা আক্তারের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে শনিবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। সকাল সাড়ে দশটায় ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বন্দর বাসষ্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও নিহত কবিতার স্বজনেরা আধাঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে টরকী বাসষ্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটারের দীর্ঘ মানববন্ধনে একত্বা প্রকাশ করে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানডোবা, পালরদী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকেরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ. এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক আরিফ হোসেন, ধানডোবা স্কুলের প্রধান শিক্ষক মানিক হাসান, আখতারুন্নেছা স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান তালুকদার, সহকারি শিক্ষক মোঃ ইদ্রিস হোসেন, চাঁদশী স্কুলের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, পালরদী স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুদাম পাল, আসক এর বরিশালের নির্বাহী পরিচালক কাজী আল আমিন, নিহত কতিবার মামা শিক্ষক বি.এম ইউনুস আলী প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার সকালে প্রেমঘটিত ঘটনায় কবিতাকে অপহরন করা হয়। এ ঘটনার দুইদিন পর (মঙ্গলবার সকালে) বাড়ির পাশের ডোবায় হাত ও কোমড়ে পাথর বাঁধা অবস্থায় কবিতার লাশ উদ্ধার করে পুলিশ। মামলা দায়েরের পাঁচ দিন পরেও পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here