শহীদদের নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে খালেদার বাড়ি ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ

0
499

আওয়ামী লীগ সমর্থক একটি সংগঠনের নেয়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ি ঘেরাও কর্মসূচিতে  বাধা দিয়েছে পুলিশ। মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ এই কর্মসূচি নিয়েছিল ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ নামে সংগঠন। সংগঠনটির শতাধিক নেতা-কর্মী আজ শনিবার সকালে খালেদার বাড়ি ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হলে তাদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে সেখান থেকে সংগঠনের সব সদস্যদের সরিয়ে দেওয়া হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শনিবার সকাল ৯টার দিকে গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হয় মেহেদী হাসান নেতৃত্বাধীন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র শতাধিক নেতা-কর্মী। সেখানে কর্তব্যরত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আব্দুল আহাদ গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। কূটনৈতিক পাড়ায় এই ধরনের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞার কথা জানিয়ে তাদের সরে যেতে বলেন তিনি। আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, কূটনৈতিক পাড়ায় ঘেরাও কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা রয়েছে। তাই মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডিয়ার সঙ্গে কথা বলবেন। গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হতে না পেরে একটু পশ্চিম দিকে সরে বনানী মাঠে অবস্থান নিয়েছেন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’-এর নেতা-কর্মীরা। সেখানে খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান ও বক্তব্য দেওয়া হয়। পরবর্তী কর্মসূচি সম্পর্কে খুব শিগগির গণমাধ্যমকে জানানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here