উচ্চ আদালতে জামিন চাইলেন মির্জা আব্বাস

0
532

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের প্লট বরাদ্দসহ তিন মামলায় উচ্চ আদালতে জামিন আবেদন করেছেন। তিনি মন্ত্রী থাকা অবস্থায় প্লট বরাদ্দের বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে রমনা থানায় মামলা করে দুদক। এ ছাড়া পল্টন ও মতিঝিল থানায় দায়েরকৃত মামলাসহ তিন মামলায় তিনি এ জামিন আবেদন করেন। আজ রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন এ আবেদনটি দায়ের করেন। এসব মামলায় তিনি গত ৬ জানুয়ারি নিম্ন আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি আজ উচ্চ আদালতে জামিন আবেদন করলেন। বিচারপতি মির্জা হোসেইন ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চে এ জামিন আবেদন জমা দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here