উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’: অ্যাবে

0
511

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়ার রোববারের দূর-পাল্লার রকেট উৎক্ষেপণের ঘটনার নিন্দা জানিয়ে একে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, এই উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুষ্পষ্ট লংঘন এবং ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পিয়ংইয়ংয়ের স্থানীয় সময় সকাল ৯টায় (গ্রিনিচ মান সময়০০৩০) রকেট উৎক্ষেপণ করা হয়।
এই মন্ত্রণালয় উৎক্ষেপণের স্থানটি পর্যবেক্ষণ করছে।
জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার এখন পর্যন্ত মনে করছে রকেটটির কোন অংশ জাপানের ভূখ-ের মধ্যে পড়েনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here