কলকাতা নাইট রাইডার্সের চূড়ান্ত তালিকা

0
485

শনিবার ছিল নবম আইপিএল-এর নিলাম। কেমন হলো দুই বারের চাম্পিয়ন ও গত বছরের সেমি-ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স-এর এ বারের দল? কে কে রইলেন দলে? কোন নতুন থেলোয়াড় এলেন দলে? জেমস প্যাটিনসন, সাকিব আল হাসান, জোহান বোথা, রায়ান টেন ডেসকাট, ব্রাড হজ, পিযুষ চাওলা, শেলডন জ্যাকসন, উমেশ যাদব, মনীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, গৌতম গম্ভীর (অধিনায়ক) মর্নে মর্কেল, ইউসুফ পাঠান, সুনীল নারিন, সুর্যকুমার যাদব, ক্রিস লিন, কুলদিপ যাদব, জন হাস্টিং, জেসন হোল্ডার, জয়দেব উনাদকাত, সতীশ, রবিন উথাপ্পা, মনন শর্মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here