চাইলেই কেউ বিএনপিকে ধ্বংস করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুম, খুন ও হত্যার পরও লড়াই করে টিকে আছে জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রবিবার সিলেট মহানগর ও জেলা বিএনপি আয়োজিত কাউন্সিলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি একটি প্রতিষ্ঠিত দল। বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও হত্যার পরও অনেক লড়াই করে এখনও টিকে আছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে বিএনপি। ফখরুল বলেন, তৃণমূল থেকে আন্দোলন শুরু করে বর্তমান সরকারকে হটানো সম্ভব। বিএনপি একটি প্রতিষ্ঠিত দল। বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও হত্যার পরও অনেক লড়াই করে এখনও টিকে আছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, সরকার জোর করে ক্ষমতায় থাকার কারণে দেশে খুন, গুম ও অপহরণ বেড়েছে। দেশে এখন মহাবিপদে। এই বিপদ থেকে দেশকে রক্ষা করার এখনই সময়। দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক। এতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. শাহজাহানসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত আছেন। এর আগে কঠোর নিরাপত্তায় জেলা ও মহানগর বিএনপির সম্মেলন শুরু হয়। সাড়ে ১১টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করতে সরাসরি ভোট দিচ্ছেন ১৩২ কাউন্সিলর।