পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ আচরণ ক্ষমার অযোগ্য : নাসিম

0
564

পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ আচরণ ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ ও শহীদেও সংখ্যা নিয়ে পাকিস্তান ও খালেদা জিয়া ধৃষ্টতাপূর্ণ আচরণ করছে। এটি সীমাহীন অপরাধ। পাকিস্তানের দোসর হিসেবেই বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করছে। আজ রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, অত্যন্ত লজ্জাজনক ভাবে আজ পাকিস্তান আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা শুরু করেছে। তারা বাংলাদেশের দূতাবাসে আক্রমণ করেছে, আমাদের কর্মকর্তাদের গ্রেফতার করেছে। দ্রুত পাকিস্তানের বোধোদয় হওয়া উচিৎ। অন্যথায় আমাদের চিন্তা করতে হবে পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক রাখা উচিৎ হবে কি না। এসময় মোহাম্মদ নাসিম পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ বলেন, পররাষ্ট্র মন্ত্রণলাকে আমি অনুরোধ করবো যেন সার্ক ফোরামে এ বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার মন্তব্যের প্রতিবাদে আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় মানববন্ধন করার কথা জানান ১৪ দলের মুখপাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here