সুন্দর সমাজ বিনির্মানে শিক্ষিত জাতি গঠনের বিকল্প নেই : সামশুল হক এমপি

0
477

সামছুল আলম কমল, চট্রগ্রাম প্রতিনিধি:
পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী অনুষ্টান গত শুক্রবার স্কুল প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ টিপু, চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেখর দস্তিদার, কথা সাহিত্যিক ড. হরি শংকর জলদাস, উপজেলা আ.লীগ সভাপতি রাশেদ মনোয়ার, জেলা আ.লীগ নেতা আকম সামশুজ্জামান চৌধুরী, উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক নাছির উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আলমগীল খালেদ, চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল, কবি ও সাংবাদিক অরুন দাশগুপ্ত, কলেজ প্রতিষ্টাকালীন সভাপতি সুধীর কুমার পালিত, প্রকৌশলী কাজল চৌধুরী, মুক্তিযোদ্ধা অধ্যাপক সামছুল ইসলাম, সৈয়দ আহম্মদ, কাজী আলী আকবর, অধ্যক্ষ সুধীর দাশ, অধ্যক্ষ সজল চৌধুরী, আবুল বশর চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সামশুল হক চৌধুরী এমপি বলেন, তিনি বলেন, সুন্দর সমাজ বিনির্মানে শিক্ষিত জাতি গঠনের বিকল্প নেই। মুক্তিযূদ্ধের চেতনা সৃষ্টি ও সৃজনশীল সমাজ গঠনে শিক্ষা বান্ধব সরকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে কাজ করছে। যার ফলশ্রুতিতে প্রতিযোগিতামুলক বিশে^র সাথে দেশের শিক্ষার্থীদের দেশে বিদেশে প্রতিষ্টার সূযোগ এনে দিচ্ছে। তারই আলোকে পটিয়ার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্টানগুলোর মাধ্যমে এলাকার ধনী গরিব পরিবারের সকল শিক্ষার্থীদের শিক্ষা সেবা নিশ্চিত করতে আন্তরিক ও উদার মনোভাব প্রহনের উদ্ধার্থ আহব্বান জানান তিনি। তিনি আরোও বলেন, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বিপ্লবী এ ধলঘাটের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্টান ধলঘাট স্কুল এন্ড কলেজ যুগে যুগে সৃষ্টি করেছেন অনেক জ্ঞানী-গুনী। এ প্রতিষ্টান থেকে শিক্ষা গ্রহন করে আজ দেশ বিদেশে সুনামের সাথে প্রতিষ্টিত হয়েছে অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here