হযরত শাহজালাল বিমানবন্দরে পৌনে এক কোটি টাকার সোনা জব্দ

0
487

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক চোরাকারবারির কাছ থেকে পৌনে এক কোটি টাকার সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই ঘটনায় বিমানের কয়েকজন কর্মকর্তা জড়িত বলে আটক ব্যক্তি জানিয়েছে। ধৃত চোরাকারবারিকে পুলিশে সপর্ধো করা হয়েছে। এছাড়া এই ঘটনায় একটি মামলা দাএয়র করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান কালের জানান, গতকাল শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে মাজিদ সরকার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে পায়ুপথের ভেতর থেকে ১২টি এবং কোমরের বেল্টের ভেতর সূক্ষ্মভাবে রাখা একটি সোনার বার ও একটি সোনার চেইন উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, মাজিদ সরকার আর্ন্তজাতিক চোরাকারবারের সঙ্গে সংশ্লিষ্ট। তিনি র্দীর্ঘদিন ধরে চোরাকারবারি চালিয়ে আসছিলো। এসব পাচারের সঙ্গে বিমানের অসাধু কর্মকর্তা কর্মচারির যোগসাজোগ রয়েছে। তাদের মধ্যে মেকানিক শাখার কর্মচারি মোহম্মদ ইসরাফিল জুলহাস মিয়া এবং আমির হোসেনকে নজরদারীতে রাখা হেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here