ভুটানের রাজার প্রথম সন্তানের জন্ম লাভে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

0
571

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে তার প্রথম সন্তানের জন্ম লাভ উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ভুটানের রাজার কাছে পাঠানো শনিবার এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার এবং রাণী জেতসান পেমার প্রথম সন্তানের রাজকীয় জন্মদানের খবর শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। সরকার, বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনার এবং রাণী জেতসানের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনার রাজকীয় অভিভাবকত্বের প্রতি আন্তরিক শুভ কামনা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘ভুটানের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ আনন্দ অনুষ্ঠান উদযাপনে ভুটানের জনগণের সঙ্গে যোগ দিতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। নবজাতকের জন্য আমাদের সকলের প্রার্থনা ও শুভ কামনা এবং নবজাতকের মায়ের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি।’
শেখ হাসিনা ভুটানের রাজা এবং রাণী জেতসান পেমাকে তাদের নতুন রাজকুমারসহ সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
রাজা জিগমে খেসার ওয়াংচুক ও রাণী জেতসান পেমার প্রথম সন্তান শুক্রবার জন্ম হয় (৫ ফেব্রুয়ারি), রাণীর ফেসবুক পেইজে শনিবার এই ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়, আনন্দের সঙ্গে জানাচ্ছি- ৫ ফেব্রুয়ারি ২০১৬ আমাদের রাজকীয় সন্তানের জন্ম হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here