অধুনার সঙ্গে ফারহানের বিচ্ছেদের কারণ অদিতি!

0
503

গত মাসের ২১ তারিখে হেয়ারস্টাইলিস্ট অধুনার সঙ্গে দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন অভিনেতা ফারহান আখতার। বিচ্ছেদের পেছনে কারণ কী এ ব্যাপারে নানা বিষয় গুজবে উঠে আসে। তবে অনেক কিছুর মধ্যে একটি কারণ প্রধান হয়ে উঠে। তা হলো অভিনেত্রী এবং ‘ওয়াজি’র মুভিতে সহ-অভিনেতা অদিতি রাও হায়দারির সঙ্গে ফারহানের সম্পর্কের খবর। অদিতির কাছাকাছি আসাই নাকি ফারহান দম্পতির মধ্যে ফাঁটল ধরায়। যা চূড়ান্ত পরিণতিতে বিচ্ছেদে রূপ নেয়।

এবার এই গুজবের আগুনে তেল যোগ করার মতো ঘটনা ঘটেছে। মুম্বাইস্থ ফারহানের পরিবারে নাকি ঘন ঘন আসা যাওয়া শুরু করেছেন অদিতি। তার পরিবারের সদস্যদের সঙ্গে নাকি ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছেন এই অভিনেত্রী। অতি সম্প্রতি নাকি অদিতিকে ফারহানের পরিবারের সঙ্গে দেখা গেছে। তবে ওই সময় নাকি ফারহানকে সেখানে চোখে পড়েনি। সেলিব্রেটিবিষয়ক ওয়েবসাইট ডেকান ক্রনিকল তাদের এক প্রতিবেদনে একথা জানায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here