সুপ্রিম কোর্ট প্রশাসনের অনুমতি ছাড়া কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের সংবাদ সম্মেলন করা যাবে না। এ সিদ্ধান্ত আগে থেকেই বহাল ছিল। সবাইকে সতর্ক করতেই বিষয়টিকে আবার তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের সংবাদ সম্মেলন করতে হলে সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্ব অনুমতি নিতে হবে। এটা নতুন কোনো সিদ্ধান্ত নয়।