আমিরের ‘লাঞ্চে’ সানি!

0
534

দিল্লিতে ‘দঙ্গল’ ছবির শ্যুটিং চলাকালীন একসঙ্গে ‘লাঞ্চ’-এর আহ্বান জানান আমির। তরিবৎ-সহ সেই দ্বিপ্রাহরিক খানা ও গল্প শেষ হয় বিকেলের চা-এর পর। পরের দিন ওয়েবর দম্পতিকে শুটিংয়ে আসার আমন্ত্রণও জানান আমির। কয়েক দিন আগেই এক সাক্ষাৎকারে, ‘এক পেহেলি লীলা’-খ্যাত সানি লিওনকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলিউডের প্রথম সারির নায়কদের সঙ্গে কবে দেখা যাবে তাঁকে। উত্তরে তিনি বলেছিলেন, আমির খান হয়ত তাঁর সঙ্গে কাজ করতে রাজি হবেন না। কারণ, তাঁর ফেলে আসা ‘কর্মজীবন’। সানির ওই খেদোক্তির উত্তর যে এভাবে পাবেন, তা বোধহয় আশা করেননি তিনি। লুধিয়ানায় শুটিং করার সময়ই আমির টুইট করেন যে, তাঁর সানি লিওনের সঙ্গে কাজ করতে কোনো অসুবিধাই নেই। সানির ‘পাস্ট’ নিয়ে আমিরের কোনো সমস্যাই নেই। গত ১০ দিন ধরে ‘দঙ্গল’ ছবির শুটিং চলছে দিল্লিতে। আর সেখানেই একটি প্রোমোশনাল ইভেন্ট-এ আমন্ত্রণ ছিল সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবরের। সেই নিমন্ত্রণ রক্ষা করেন সানি ও ড্যানিয়েল। ইউনিটে অনেকের সঙ্গে সেলফিও তোলেন সানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here