চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে রতন-হানিফ-ইয়াছিন পরিষদের সমর্থনে জাতীয় পেশাজীবীলীগের মতবিনিময় সভা

0
433

সামছুল আলম কমল, চট্রগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০১৬ সালের নির্বাচনে চট্টগ্রাম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কর্তৃক মনোনীত সভাপতি পদপ্রার্থী রতন কুমার রায়, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট আবু হানিফ সহ ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর সমর্থনে জাতীয় পেশাজীবীলীগ চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিনের উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল ৭ ফেব্র“য়ারী বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিস্থ হিলটপ রেষ্টুরেন্টে জাতীয় পেশাজীবীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য যুবনেতা সৈয়দ মাহমুদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট মুজিবুল হক, বিজিএমইএ-এর পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রশিদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির ২০১৬ সালের নির্বাচনে বর্তমান সভাপতি পদপ্রার্থী রতন কুমার রায়, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট আবু হানিফ, জাতীয় পেশাজীবীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক, ক্যাপ্টেন কাজী কামাল নেওয়াজ, নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস খান আলমগীর, জেলা আইনজীবী সমিতির ২০১৬ সালের নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সহসভাপতি প্রার্থী মোঃ আলী আশরাফ, জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস.এম সিরাজউদৌল্লাহ, জাতীয় পেশাজীবীলীগ মহানগরের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উত্তর জেলার সাধারণ সম্পাদক সাদাত আনোয়ার সাদী, পেশাজীলীগ নেতা এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট মোঃ শামীম, এড. পাপড়ী সুলতানা, এড. জিনাত চৌহানা চৌধুরী, এড. উত্তম কুমার, এড. কামরুল আজম টিপু, এড. নজরুল ইসলাম, এড. বিবেকানন্দ চৌধুরী, চবি’র অধ্যাপক মোরশেদ আলম, কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহেদা আমিন ডলি, হাসান মুরাদ, রিয়াজ মোহাম্মদ, রিক্তা বড়–য়া, মির্জা খান, জোবায়দা সরোয়ার নিপা, সাইফুন্নাহার খুশী, রেবা বড়–য়া, জান্নাতুল ফেরদৌস, রাজিয়া সুলতানা, মিলি বিশ্বাস, সূচিত্রা লালা মুন্নী, খায়রুন্নেছা আকতার নিছা, এড. নিহার রঞ্জন নাথ, হাসমত আলী, মিজানুর রহমান, শাহীন আক্তার প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাধীনতার স্বপক্ষের প্যানেল চট্টগ্রাম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কর্তৃক মনোনীত রতন-হানিফ-ইয়াছিন পরিষদকে পূর্ণ প্যানেলে নির্বাচিত করা আমাদের দেশপ্রেমিক নৈতিক দায়িত্ব। আগামী ১০ ফেব্র“য়ারী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে রতন-হানিফ-ইয়াছিন পরিষদকে নির্বাচিত করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির চলমান উন্নয়ন ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই প্যানেলকে পূর্ণ পরিষদে নির্বাচিত করা পর্যন্ত আমাদের সকলকে ১০ ফেব্র“য়ারী পর্যন্ত দিনরাত পরিশ্রম করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here