চসিক এর অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভায় অস্থায়ী চাকুরীজীবিদের বেতন বৃদ্ধি অনুমোদিত

0
431

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ম নির্বাচিত পরিষদের অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির ৬ষ্ঠ সভা ৭ ফেব্রুয়ারী ২০১৬ খ্রি. রবিবার দুপুরে চসিক সম্মেলন কক্ষে কমিটির সভাপতি কাউন্সিলর শফিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, কমিটির সদস্য কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন, কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী, ১ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস সৈয়দা কাশপিয়া নাহরিন দিশা, মিসেস ফারহানা পারভিন, মিসেস ফারহানা জাবেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সদস্য সচিব ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব রশিদ আহমদ, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী সভায় ৮ম জাতীয় বেতন স্কেল কার্যকরি করা এবং সিটি কর্পোরেশনে অস্থায়ীভাবে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রস্তাব গৃহিত হয়। প্রস্তাবে বলা হয়, দুই ধাপে অর্থাৎ জুলাই ২০১৫ এবং জুলাই ২০১৬ থেকে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি কার্যকর হবে। সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন এবং নগর ভবন নির্মাণে ঋণ প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়াও রাজস্ব বিভাগের হোল্ডিং এবং পৌরকর মুল্যায়ন, নির্মিত দোকান বরাদ্ধ করন সংক্রান্ত প্রস্তাব সমূহ মূল্যায়ন করা হয়। সভায় সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, সদিচ্ছা ও মানসিক দৃঢ়তা থাকলে অসাধ্যও সাধন করা যায়। তিনি সকলকে মানসিক দৃঢ়তা নিয়ে সততার সাথে স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালন করার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here