নতুন জুটি ঋত্বিক ও যামি গৌতম

0
531

সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’এ ঋত্বিক রোশনের বিপরীতে প্রধান নারী চরিত্রে কে অভিনয় করছেন এ নিয়ে গত কয়েক মাস ধরে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। এ তালিকায় ছিলেন পরিণীতি চোপড়া এবং শ্রদ্ধা কাপুরও। অবশেষে সব গুজবের অবসান ঘটালেন মুভিটির নির্মাতা রাকেশ রোশন। মুুভিটিতে ঋত্বিকের বিপরীতে যামি গৌতমকে বেছে নেয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। খবর  টাইমস অব ইন্ডিয়ার

প্রেম-প্রতিশোধ ধরনের ‘কাবিল’ মুভিতে যামিকে বেছে নেয়া প্রসঙ্গে নির্মাতা রাকেশ রোশন বলেন, ‘সে একজন চমৎকার অভিনেত্রী ও ঋত্বিকের সঙ্গে নতুন জুটি গড়ছেন। সংশ্লিষ্ট টি চরিত্রের জন্য সে মানানসই ও তাকে দলে ভেড়াতে পেরে আমরা আনন্দিত।

অাগামী মাসে মুভিটির শুরু হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here