নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। জেলা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলী আহমদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সমান ভোট পেয়েছেন এমরান আহমদ চৌধুরী ও রিপন পাটোয়ারী।
এদিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বদরুজ্জামান সেলিম।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মিফতাহ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। কাউন্সিলররা গোপন ব্যালেটের মাধ্যমে ভোট দিয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতা নির্বাচন করেন।
রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালেটের মাধমে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতা নির্বাচন করা হয়।
নির্বাচনে জেলা বিএনপির নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট নুরুল হক ও মহানগর বিএনপির নির্বাচন কমিশনার ছিলেন আহমেদউস সামাদ চৌধুরী। নির্বাচনে জেলা ও মহানগরের শীর্ষ তিন পদে প্রার্থী ছিলেন ২৬ বিএনপির নেতা।
জেলা ও মহানগরের মোট কাউন্সিলর ১৩২ জন। এরমধ্যে জেলার ৫১ জন ও মহানগরের ৮১ জন। সিলেট জেলার অধীনে রয়েছে বিএনপির ১৭টি ইউনিট।
এর মধ্যে রয়েছে ১৩ উপজেলা ও ৪ পৌরসভা। নির্বাচনে জেলায় সভাপতি পদে প্রার্থী ছিলেন সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান (বর্তমানে লন্ডনে) ও বিএনপি নেতা আবদুল মান্নান।
এদিকে, মহানগর বিএনপিতে সভাপতি প্রার্থী ছিলেন ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, নাসিম হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী পংকি। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি বদরুজ্জামান সেলিম, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও রেজাউল হাসান কয়েস লোদী।
এছাড়াও জেলার সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বর্তমানে কারাবন্দি আবদুল আহাদ খান জামাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক ময়নুল হক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা অ্যাডভোকেট হাসান পাটোয়ারি রিপন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ও জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব। মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর শাহিন, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, সিটি কাউন্সিলর অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ বর্তমান আহবায়ক কমিটির সদস্য মিফতাহ সিদ্দীকি, এমদাদ হোসেন চৌধুরী, মাহবুব চৌধুরী ও আফজল হোসাইন।