সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতি শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেজ লাউঞ্জে সকাল ১০টায় তাদের এই শপথ অনুষ্ঠান হয়।
শপথ নেয়া বিচারপতিরা হলেন- বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি বজলুর রহমান সানা।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। নবনিযুক্ত বিচারপতিদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।
এর আগে রোববার আপিল বিভাগের এই তিন বিচারপতিকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন। এ নিয়ে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল ৯ জনে।
বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ৬ জন বিচারপতি রয়েছেন। অন্যরা হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।