একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা ক্লাবে ম্যাককালাম

0
531

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা হাকানোর ক্লাবে যোগ দিলেন নিউজ্যিান্ড অধিনায়ক বিগ হিটিং ব্রেন্ডন ম্যাককালাম। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচে সোমবার হ্যামিলটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২০০ ছক্কা ক্লাবে যোগ দেন ম্যাককালাম।
এ ম্যাচে ২৭ বলে ৪৭ রান করে আউট হওয়ার আগে তিনবার ওভার বাউন্ডারি হাকিয়ে ২৬০ ওয়ানডে ম্যাচে ২০০তম ছক্কার দেখা পান ক্রিকেটের বিগ হিটারদের একজন হিসেবে বিবেচিত ম্যাককালাম। টেস্ট ক্রিকেটেও ১০০ ছক্কা রয়েছে তার।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাকানোর শীর্ষে রয়েছেন ম্যাককালাম এবং অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট। ওয়ানডে ক্রিকেটে তালিকার চতুর্থ স্থানে আছেন ম্যাককালাম আর শীর্ষে রয়েছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি (৩৫১)।
ওয়ানডে ক্রিকেটে ২৭০ ছক্কা হাকিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন শ্রীলংকার সনত জয়সুরিয়া এবং ২৩৮টি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
নিজের শেষ ম্যাচে মাঠে নামার সময় নিজ ও অস্ট্রেলিয়া দল ৩৪ বছর বয়সী ম্যাককালামকে গার্ড অব অনার প্রদান করেন। আবার আউট হয়ে যাওয়ার সময় মাঠে উপস্থিত ৮ হাজার দর্শক দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।
এই ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন ম্যাককালাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here