এ পর্যন্ত ৪,৪১,৩৫৯টি সংশোধিত জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে : আনিসুল হক

0
426

সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এ পর্যন্ত ৪ লাখ ৪১ হাজার ৩৫৯টি আবেদনপত্রের তথ্যাদি সংশোধন করে ভোটারদের সংশোধিত জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে আরো বলেন, ২০০৭ সাল থেকে এ পর্যন্ত সর্বমোট ৬ লাখ ১৩ হাজার ২৮৯ জন ব্যক্তি তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করেছেন। যা মোট নিবন্ধিত ভোটারের মাত্র দশমিক ৬১ শতাংশ।
মন্ত্রী বলেন, এই আবেদনকারীদের মধ্যে মাত্র ২৪ হাজার ৫৩২টি আবেদন করণিক ভুলজনিত, যা মোট ভোটারের দশমিক শূন্য ২ শতাংশ। বাকি ৫ লাখ ৮৮ হাজার ৭৫৭টি আবেদনকারীর আবেদন মূলত তথ্য পরিবর্তনজনিত, যা মোট ভোটারের দশমিক ৫৯ শতাংশ।
আইনমন্ত্রী বলেন, বেশিরভাগ আবেদনই জন্ম তারিখ, নিজের নাম, পিতা-মাতার নামের আমূল পরিবর্তনজনিত বিধায় প্রমাণ স্বরূপ সংশ্লিষ্ট দলিলাদির প্রয়োজন হয়। যারা তা দিতে পারেন না তাদের সিদ্ধান্ত পেতে সময় লাগে। কোন কোন ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছর বয়সও কমবেশি করার দাবি আসে।
তিনি বলেন, দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের ২৬ জন সহকারী সচিব ও সিনিয়র সহকারী সচিবদের নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও ৭ জন কর্মকর্তার সমন্বয়ে বিশেষ কারিগরি টিম গঠন করা হয়েছে।
আনিসুল হক বলেন, এছাড়াও ২০১৫ সালের ১৫ ডিসেম্বর নতুন জাতীয় বেতন স্কেলের গেজেট জারির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ২ লাখ ৬৫ হাজার ১৪৮টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৩৩২টি আবেদনের তথ্যাদি ইতোমধ্যেই সংশোধন করে ভোটারদের সংশোধিত জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে। অবশিষ্ট আবেদনসমূহ স্বল্পতম সময়ের মধ্যে নিষ্পত্তি করে আবেদনকারীদের সংশোধিত জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here