আন্তর্জাতিক নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালার মৃত্যু By natundin - February 9, 2016 0 504 Share on Facebook Tweet on Twitter নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও নেপালী কংগ্রেসের প্রেসিডেন্ট সুশীল কৈরালা (৭৬) দীর্ঘদিন রোগে ভুগে মঙ্গলবার সকালে নিজ বাসভবনে মারা গেছেন। তিনি জিহ্বার ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন।