পাইকগাছায় থানা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের প্রতিবাদে ৭২ঘন্টার আল্টিমেটাম:৭জনের পদত্যাগ

0
344

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় জেলা বিএনপি ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠণের প্রতিবাদে থানা ও পৌর বিএনপির সভাপতি,সম্পাদকের ৭২ঘন্টা আল্টিমেটম। এদিকে ত্যাগী নেতারা গন হারে পদত্যগের হুমকি দিয়েছে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল ইসলাম মনা স্বাক্ষরিত পাইকগাছায় জেলা বিএনপিনেতা ডাঃ আব্দুল মজিদকে আহবায়ক ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান শেখ শাহাদাৎ হোসেন ডাবলুকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য ও পৌরসভায় এ্যাডঃ জি,এম, আব্দুস সাত্তারকে আহবায়ক ও কাউন্সিলর মোঃ ইমদাদুল হককে যুগ্ম আহবায়ক করে ২৭ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠণের খবর ছড়িয়ে পড়ার পর অগণতান্ত্রিক উপায়ে গঠিত কমিটি বাতিল করে থানা বিএনপির সভাপতি এ্যাডঃ জি,এ সবুর, সম্পাদক আবু সাঈদ, জেলানেতা শেখ রুহুল কুদ্দুস,এটিএম মনিরুজ্জামান,অমরেন্দ্র নাথ মন্ডল, সরদার রোকন উদ্দীন,কাজী আজিুল করিম উপদেষ্টা কমিটি থেকে পদত্যাগ করেছে এবং ৭২ ঘন্টার মধ্যে কমিটি বাতিল না করলে গণহারে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here