আবুল কালাম ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষিত হয়েছে। নতুন এ কমিটির সভাপতি হয়েছেন আগের কমিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সরকার মো. সব্যসাচী।
সোমবার রাত ১১.৩০ এর দিকে এক বছর মেয়াদী দু’সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।