শিক্ষা জাতীয়করণ এবং সরকারঘোষিত দিন থেকে অষ্টম পে-স্কেল প্রদানসহ ৫ দফা দাবি বাস্তবায়নে বরিশালে মানববন্ধন হয়েছে। আজ বুধবার বেলা ১২টার দিকে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বরিশাল জেলা কমিটির উদ্যোগে নগরীর সদর রোডে অনুষ্ঠিত মাবনবন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ মসিউর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা শিক্ষা জাতীয়করণ এবং অষ্টম পে-স্কেল প্রদানসহ শিক্ষকদের সমস্যা দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি দাবি জানান।