একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি

0
514

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার সকালে দলের এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচির মধ্যে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা জ্ঞাপন। ওইদিন ভোর ৬টায় আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা।

এরপর তারা শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা করবেন এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এছাড়া ২১ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।

কর্মসূচির দ্বিতীয় দিন ২২ ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অব বাংলাদেশে (আইইবি) অমর একুশের ওপর আলোচনার আয়োজন করবে দলটি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথসভা ও সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here