কোয়ান্টিকোর পর এবার হলিউড ছবিতে প্রিয়াঙ্কা

0
399

মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ড হওয়ার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রিয়াঙ্কা চোপড়ার। তবে এত দিনে বোধহয় ক্যারিয়ারের সেরা সময়টায় পৌঁছেছেন এই বলিউড অভিনেত্রী। একের পর এক হলিউড প্রজেক্ট যেন সেই কথাই বলছে। ‘কোয়ান্টিকো’ টেলিসিরিজের পর এবার ‘বেওয়াচ’ ছবিতে দেখা যাবে তাঁকে।

ছবিতে তেল ব্যবসায়ী ভিক্টোরিয়া লিডসের ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা। তাঁর বিপরীতে রয়েছেন দ্য রক খ্যাত মার্কিন অভিনেতা ডোয়েন জনসন। মঙ্গলবার জনসন নিজেই ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার সঙ্গে ভিডিও পোস্ট করে আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর থেকেই ভাইরাল সেই ভিডিও। ২০১৭-র মে মাসে মুক্তি পেতে চলেছে বেওয়াচ।

নব্বইয়ের দশকের বিখ্যাত টেলিসিরিজ বেওয়াচ অবলম্বনে তৈরি ছবি পরিচালনা করবেন সেথ জর্ডন। ২০০৯ সালে পিঙ্ক প্যান্থার টু ছবিতে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রাই বচ্চনকে। তার সাত বছর পর ফের কোন বলিউড অভিনেত্রীকে দেখা যাবে হলিউড ছবিতে। প্রিয়াঙ্কার পাশাপশি হলিউডে হাতেখড়ি হতে চলেছে দীপিকা পাডুকোনের। ‘এক্স থ্রি: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে ভিন ডি়জেলেন বিপরীতে দেখা যাবে তাঁকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here