ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়ক উদ্বোধন মে মাসে

0
497

ঢাকা-চট্টগ্রাম ৪ লেন মহাসড়ক চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠাকভাবে মন্ত্রী এ ঘোষণা দেন। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কে এ পর্যন্ত মোট ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৮১৬ কোটি টাকা। আশা করা যাচ্ছে, চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম ৪ লেন মহাসড়কের উদ্বোধন করা সম্ভব হবে, বলেন তিনি।    এর আগে এই ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ১৯০ কোটি টাকা। গত ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার একনেকের নিয়মিত বৈঠকে এ ব্যয় অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় নির্মিত ছোট-বড় মিলিয়ে ১৮টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেন কাজের ডিটেইল ডিজাইন করা হবে। আগে এ প্রকল্পের ৩০ শতাংশ ছিল এলিভেটেড। এখন পুরো চার লেনই হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রকল্পের ফার্স্ট লেনের কাজ শেষ হয়েছে। আর ফিনিশিং লেনের কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here