পাঞ্জাব প্রদেশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ পাকিস্তানী জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিরা হামলা চালানোর চেষ্টাকালে এ বন্দুকযুদ্ধ শুরু হয়।
কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।
প্রাদেশিক সন্ত্রাস বিরোধী বিভাগ জানায়, শেখুপুরা জেলায় গতকাল মধ্যরাতে এই ঘটনা ঘটে। নিহতরা পাকিস্তানি তালেবান ও শিয়া বিরোধী লস্কর-ই-জাংভি (এলইজে) সংগঠনের সদস্য।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, বেশ কয়েকজন জঙ্গি মোটরসাইকেলে চড়ে পুলিশের ওপর হামলা চালাতে যাওয়ার পথে বাধার মুখে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গোলাগুলি বন্ধের পর অজ্ঞাত পরিচয় ৭ সন্ত্রাসীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।’
এতে আরো বলা হয়েছে, ‘এসব সন্ত্রাসী তাদের সঙ্গীদের গুলিতেই নিহত হয়েছে। অন্ধকারের সুযোগে তারা পালিয়ে যায়।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় থানার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শেহজাদ সুলতান ঘটনা ও নিহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন।
গত বছর জুলাইয়ের শেষের দিকে এলইজে’র আটককৃত নেতা একই ধরনের একটি বন্দুকযুদ্ধে নিহত হন।