বাগেরহাটে জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি বিষয়ে পরিবার পরিকল্পনা বিভাগের সাংবাদিকদের সমন্বয়ে কর্মশালা

0
435

বাগেরহাট প্রতিনিধি :
“দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার পরিকল্পনা বিভাগের জন্মনিয়ন্ত্রন পদ্ধতি বিষয়ে চলমান কার্যক্রমের উপর সাংবাদিকদের এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মামুুন-উল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ অরুণ চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম অফিসার গোলাম ফারুক, জেলা তথ্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোঃ মাহবুবুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, মা ও শিশু ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদ ও ডাঃ অনিল কুমার কুন্ডু প্রমুখ। কর্মশালায় ছোট পরিবার, সিজারিয়ান ডেলিভারী, মা ও শিশু সেবা বিষয়ে সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মসুচী মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন শিরোনামে সাংবাদিকদের সাথে এখানের সংবাদ কর্মীদের সমন্বয়ে পরিবার পরিকল্পনা বিভাগের এই প্রথম একটি কর্মশালা হওয়ায় উপস্থিত সংবাদ কর্মীরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে বলে প্রতিক্রিয়ায় বলা হয়। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here