দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে দুটি মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলা দুটি দায়ের করা হয়। সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মানহানির মামলায় মাহফুজ আনামকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত। আর রাষ্ট্রদ্রোহের মামলায় সংশ্লিষ্ট থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। জরুরি অবস্থার সময় যাচাই ছাড়া শেখ হাসিনার দুর্নীতির খবর প্রকাশ করায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এর মধ্যে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে ডেইলি স্টারে তা প্রকাশ করা ছিল বিরাট ভুল। ওই সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়। মাহফুজ আনামের এই স্বীকারোক্তির পর সারাদেশে বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে আদালতে মামলা করা শুরু হয়।