মিশনে কর্মরতদের বেতন বিল থেকে ১০ভাগ কর্তন না করার সুপারিশ

0
502

জাতিসংঘ মিশনে কর্মরত সেনা, নৌ ও বিমান বাহিনী সদস্যদের বেতন বিল থেকে ১০ভাগ কর্তন না করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১৬তম বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে মুহাম্মদ ফারুক খান, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম অংশগ্রহণ করেন। বৈঠকে প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল, ২০১৬ এবং প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল, ২০১৬ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষাপূর্বক জাতীয় সংসদে উত্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয় । এছাড়াও ১৫তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালসহ তিন বাহিনীর প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here