রণবীরের কাছে গেলে পস্তাবে, ক্যাটকে বলেছিলেন সালমান

0
563

ক্যাটরিনা-রণবীরের প্রেম কাহিনির শেষ যেন হয়েও হচ্ছেই না। বিচ্ছেদ হয়ে গেলে কী হবে, দু’জনকে নিয়ে গল্প থামছে না। বরং দিনকে দিন তা বেড়েই চলেছে। রোজই রসালো গল্প শুনতে পারছেন তাদের ভক্তরা। শোনা যাচ্ছে, অনেক দিন আগেই নাকি সালমান খান এই ব্রেকআপের ভবিষ্যৎ বাণী করেছিলেন। সময়টা ২০০৯। সবে ‘আজব প্রেম কি গজব কহানি’তে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে ক্যাটরিনা কাইফের। সালমানের গার্লফ্রেন্ড তখন ক্যাটরিনা। সব দেখেশুনে আর নাকি চুপ থাকতে পারেননি সালমান খান। মদ্যপ অবস্থায় ছুটে গিয়েছিলেন ক্যাটের বাড়িতে। নেশা জড়ানো গলায় বলেছিলেন, “তুমি ভুল করছো। আমাকে ছেড়ে রণবীরের কাছে গেলে এক দিন পস্তাতে হবে তোমাকে! দেখবে, তোমাকে আঘাত দেবে রণবীর!” গত বছর পর্যন্ত ক্যাটের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন রণবীর। লিভ টুগেদারও শুরু করেছিলেন তাঁরা। ব্যালকনিতে দাঁড়িয়ে চুমু খাওয়া থেকে হাতে হাত যুগলের ছবিও এসেছিল প্রকাশ্যে। এমনটাও শোনা গিয়েছিল, বিয়েও করতে চলেছেন তাঁরা। কিন্তু, এ বছরের গোড়াতেই সে জুটি ভেঙে গেল। শেষ পর্যন্ত সলমনের ভবিষ্যৎ বাণীই মিলে গেল তা হলে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here