লিবিয়ায় আইএসকে ঘাঁটি গাড়তে দেয়া হবে না : ওবামা

0
490

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লিবিয়ায় ইসলামিক স্টেটকে (আইএস) ঘাঁটি গাড়তে না দেয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, যেখানেই তাদের পাওয়া যাবে সেখানেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। তিনি মঙ্গলবার বলেন, ‘লিবিয়ায় আইএস যাতে ঘাঁটি গাড়তে না পারে তার জন্য আমরা আমাদের জোটের অন্য অংশীদারদের সঙ্গে কাজ করছি।’ তিনি বলেন, ‘যেখানেই তারা থাকবে সেখানেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে।’ জিহাদি এ সংগঠন হাজার হাজার যোদ্ধা নিয়ে উপকূলীয় নগরী সির্তে একটি ঘাঁটি স্থাপন করেছে। লিবিয়ার সাবেক স্বৈরশাসক মোয়ামের গাদ্দাফির জন্ম শহরটি কয়েকটি তেলক্ষেত্রের পাশে অবস্থিত। আর এসব তেলক্ষেত্র জিহাদিদের আয়ের প্রধান উৎস। ওবামা বলেন, ‘গত কয়েক বছর ধরে লিবিয়ার ট্রাজেডি হল, দেশটিতে তুলনামূলকভাবে জনসংখ্যা কম এবং এখানে প্রচুর তেলসম্পদ রয়েছে।’ ২০১১ সালে বিদ্রোহী ও পশ্চিমা বিমান হামলায় গাদ্দাফির পতন হওয়ার পর থেকে দেশটিতে একটি কার্যকর সরকারের অভাব রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here