২ ভাষাসৈনিককে সম্মাননা দিচ্ছে ঢাবি

0
535

ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাসৈনিক জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ ও ডা. আহমদ রফিককে সম্মাননা প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ জাদুঘর ও সংগ্রহশালা প্রাঙ্গণে তাদের সম্মাননা প্রদান করা হবে। আজ বুধবার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাবি কোষাধ্যক্ষ এবং ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালন করবেন স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার পরিচালক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ভাষা আন্দোলনভিত্তিক স্মৃতিচারণ, পুস্তক, আলোকচিত্র, প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলবে এ জাদুঘর ও সংগ্রহশালা প্রাঙ্গণে। এরপর ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here