মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে সিটি মেয়র

0
501

সামছুল আলম কমল, চট্রগ্রাম প্রতিনিধি:
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন চট্টগ্রামের আহবায়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পাকিস্তানের দেয়া ওয়াদা অনুযায়ী ১৯৫ জন যুদ্ধাপরাধির বিচার করতে পাকিস্তানকে বাধ্য করতে হবে। তিনি বলেন, ৩১ মার্চ ২০১৬ খ্রি. ঢাকা’র রেসকোর্স ময়দানে ১৯৭১ সনের পাকিস্তানী যুদ্ধাপরাধী সামরিক কর্মকর্তাদের প্রতীকি গণ আদালত বিচার হবে। মেয়র বলেন, এ লক্ষে ২ মার্চ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী’র বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। জনাব আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামের বিভিন্ন শ্রেনী ও পেশার বিশিষ্ঠজনদের সমন্বয়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণ বিচার আন্দোলন চট্টগ্রামের পূর্ণাঙ্গ কমিটি কিছু দিনের মধ্যে গঠন করা হবে। তিনি বলেন, চট্টগ্রামের সবগুলো উপজেলা, থানা ও ইউনিয়ন পয্যায়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণ বিচার আন্দোলন কমিটি গঠন করা হবে। তিনি বলেন,পাকিস্তানী ও তাদের দোসরদের ১৯৭১ সনের গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ইত্যাদি অপরাধের বিচার বাংলার পবিত্র মাটিতে হতেই হবে। কোন ষড়যন্ত্র বা চক্রান্ত যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না। সিটি মেয়র গণ বিচারের প্রশ্নে দল-মত, ধর্ম-বর্ণ, সম্প্রদায়, জাতি-গোষ্ঠি নির্বিশেষে দেশপ্রেমে উব্দুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। ১৭ ফেব্রুয়ারি ২০১৬ খ্রি, বুধবার বিকেলে নগরীর শহীদ মিনারে পাকিস্তানী সামরিক কর্মকর্তা ১৯৫ জনের বিচারের দাবীতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গনবিচার আন্দোলন চট্টগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে সভাপতির বক্তব্যে মেয়র এ আহবান জানান। পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী’র উপস্থাপনায় অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাব উদ্দিন, পেশাজীবী পরিষদ সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, শিক্ষাবিদ প্রফেসর ড. জীনবোধী ভিক্ষু, কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, আবিদা আজাদ, মুক্তিযোদ্ধা শহীদুল হক, জাহাঙ্গীর চৌধুরী, সরোয়ার কামাল, হারুন মিয়া, আবু তাহের সহ অন্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here