সংসদে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশীপ ট্রাস্ট বিল-২০১৬ পাস

0
509

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশে ও বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু ফেলোশীপ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট গঠনের বিধান করে গতকাল সংসদে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশীপ ট্রাস্ট বিল-২০১৬ সংশোধিত আকারে পাস করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের বিধান করা হয়েছে।
বিলে এ ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য, পরিচালনা ও প্রশাসন, ট্রাস্টি বোর্ড গঠন, কমিটি, ট্রাস্টি বোর্ডের সভা, ট্রাস্টির তহবিল, বিধি ও প্রবিধান প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির ফখরুল ইমাম, নূরুল ইসলাম মিলন, মো. নূরুল ইসলাম ওমর, সেলিম উদ্দিন, বেগম রওমন আরা মান্নান, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম, মো. রুস্তম আলী ফরাজী ও মো. আব্দুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে ২টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here