সরকার প্রতিববন্ধীদের সার্বিক সহায়তা প্রদানে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে : শেখ হাসিনা

0
480

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রতিবন্ধীদের শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন, কর্মসংস্থান ও বিনোদনসহ তাদের সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।
তিনি গতকাল সংসদে প্রধানমন্ত্রীর জন্যে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ সাধনে ২০১২-১৩ অর্থবছরে দেশব্যাপী প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি শুরু হয়ে বর্তমানে ও তা চলমান রয়েছে। চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১৪ লাখ ৮৮ হাজার ২৭০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ডাক্তার কর্তৃক শনাক্ত করা হয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
তিনি বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মসংস্থান ও পুনর্বাসনের জন্য পরিচালিত প্রতিষ্ঠানের তালিকার মধ্যে রয়েছে- পিএইচটি সেন্টার ৪টি, সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ৩টি, সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় ১টি ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ৬৪টি (২৮টি আবাসিক)।
শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান ও পুনবৃাসনের জন্য পরিচালিত প্রতিষ্ঠানের তালিকার মধ্যে রয়েছে- শারীরিক প্রতিবন্ধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (ইআরসিপিএইচ-১টি), শারীরিক প্রতিবন্ধীদের গ্রামীণ পুনর্বাসন উপকেন্দ্র আরআরসি ১টি, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ১টি, মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান ১টি এবং প্রতিবন্ধী ছেলে-মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ২টি। এ সকল প্রতিষ্ঠান আবাসিক। প্রতিষ্ঠানে অবস্থানরত বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের সরকারি খরচে ভরণ-পোষণ, শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন, কর্মসংস্থান ও চিত্তবিনোদনের ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, চলতি অর্থবছরে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে ৬ লাখ ভাতাভোগীকে মাসিক ৫শ’ টাকা হারে ৩৬০ কোটি টাকা বিতরণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ প্রণয়ন করেছে। এ আইনের আলোকে বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে চলমান কার্যক্রমের মধ্যে রয়েছে- প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনুদান প্রদান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র শীর্ষক কর্মসূচি, অটিজম রিসোর্স সেন্টার, জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ, প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, প্রতিবন্ধিতা উত্তরণ মেলা, অটিজম বিষয়ে প্রশিক্ষণ, টেলিথেরাপি সার্ভিস প্রবর্তন, জাতীয় বিশেষ শিক্ষা কার্যক্রম, দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ, কর্মজীবী প্রতিবন্ধী পুরুষ ও মহিলা হোস্টেল, মোবাইল থেরাপি ভ্যান সার্ভিস ও থেরাপি সার্ভিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here