পাকিস্তানের ব্যাটিং উপদেষ্টা হচ্ছেন ভিভ রিচার্ডস?

0
517

অন্যরা যখন ‘পাকিস্তান’ নামটি শুনলেই পালিয়ে বাঁচতে চান তখন মূর্তীমান ব্যতিক্রম স্যার ভিভ রিচার্ডস। এক সময়ের এই ব্যাটিং ত্রাস এখন সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের মেন্টর। তাকে পেয়ে কুয়েটার বেশ লাভই হয়েছে। সাফল্যের সাথে প্লে-অফ খেলছে তারা। আর রিচার্ডস সম্প্রতি বলেছিলেন, পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব পেলে সেটি ফিরিয়ে দেবেন না তিনি। ঠিকই পাকিস্তানের কোচ হওয়ার সুযোগ এখন তার সামনে। পাকিস্তান কর্তৃপক্ষ টি-টোয়েন্টি বিশ্ব আসরে তাদের দলের ব্যাটিং উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছে রিচার্ডসকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, “বিশ্ব টি-টোয়েন্টি আসরে ব্যাটিং উপদেষ্টার ভূমিকায় পেতে স্যার ভিভ রিচার্ডসের সাথে কথা বলছি আমরা।” এই কর্মকর্তা জানিয়েছেন, টেলিভিশন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন বলে স্থায়ী ভূমিকায় কাজ করতে পারবেন না রিচার্ডস। আমিরাতে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি রিচার্ডস। সেখানে পাকিস্তানের জন্য যথেষ্ট সহানুভূতি প্রকাশ করেছিলেন। তার আশা, দ্রুত অবস্থার উন্নতি হবে। সবাই পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবে। প্রসঙ্গক্রমে বলেছিলেন, “পাকিস্তানের ক্রিকেটে যদি কোচিংয়ের সুযোগ আসে তাহলে অবশ্যই তা নিয়ে ভাববো।”   ৬৩ বছরেও প্রাণপ্রাচুর্যে ভরা রিচার্ডস। আক্রমণাত্মক ক্রিকেটের শেষ কথাই বলা হয় তাকে। ১২১ টেস্ট খেলেছেন। ৫০.২৩ গড়ে ২৪ সেঞ্চুরি ও ৪৫ ফিফটিতে করেছিলেন ৮,৫৪০ রান। ওয়ানডে স্ট্রাইক রেট ও গড়ে সময়ের চেয়ে এগিয়ে ছিলেন রিচার্ডস। ১৮৭টি ওয়ানডে খেলেছেন। ৬,৭২১ রান তার। গড় ৪৭। স্ট্রাইক রেট ৯০.২০। ডান হাতি এই বিস্ফোরক ব্যাটসম্যান ১১টি সেঞ্চুরি ও ৪৫টি ফিফটি করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here