সৌরভের পর হরভজনের বিরুদ্ধে অভিযোগ

0
505

সৌরভ গাঙ্গুলী কেবলই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। না, ক্রিকেটের স্বার্থ সংঘাত বিষয়ক কোনো কিছুর সাথে তিনি জড়িয়ে নেই। এবার একই ধরণের অভিযোগ এসেছে অফ স্পিনার হরভজন সিংয়ের নামে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ন্যায়পাল অবসরপ্রাপ্ত জাস্টিস এপি শাহ মনে করেন, ক্রীড়া পোষাক প্রস্তুতকারক কোম্পানি “ভাজ্জি স্পোর্টস” থেকে হরভজনের নিজেকে সরিয়ে নেয়া উচিৎ। “ভাজ্জি স্পোর্টস” ঘরোয়া দলগুলোকে পোষাক সরবরাহ করে। নিরাজ গুন্ডে নামা একজন ন্যায়পালের কাছে বিভিন্ন জনের নামে অভিযোগ করেছেন। তাদের একজন ছিলেন সৌরভ। আরেকজন হরভজন। হরভজন তার আইনজীবীর পরামর্শ নিয়ে যা করার করবেন, “বোর্ড থেকে আমি একটা ই-মেইল পেয়েছি। আমি বিষয়টি নিয়ে আমার আইনী পরামর্শকের সাথে আলোচনা করছি। তার পরামর্শ অনুযায়ী কাজ করবো।” হরভজন বিসিসিআইয়ের চুক্তিভূক্ত ক্রিকেটার। সমস্যাটা এখানেই। “ভাজ্জি স্পোর্টস” এর মালিকানা মিসেস আভতার কৌরের। তিনি হরভজনের মা। এই বিষয়ে বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয়। তিনি জানান, হরভজন মালিকানায় না থাকলে তো কোনো সমস্যাই নেই। তার কথায়, “কোনো কাগজপত্রে মালিকের জায়গায় হরভজনের নাম উল্লেখ না থাকলে স্বার্থ সংঘাত বিষয়ে তার জড়ানোর কোনো কারণ নেই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here