হলিউডের পথে জ্যাকুলিন

0
526

যতই দিন যাচ্ছে বলিউড নায়িকাদের হলিউড যাত্রার কাফেলায় নতুন নতুন মুখ যোগ হচ্ছে। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার শোনা যাচ্ছে জ্যাকুলিন ফার্নান্দেজের নামও। ঘটনার শুরু দুবাই থেকে। ‘কিক’ তারকা ওখানে গিয়েছিলেন নতুন ছবি ‘ডিশুম’-এর শুটিংয়ে। সেখানেই দেখা করলেন বান্ধবী ফাগুন থাকরারের সঙ্গে। রবি কুমারের ‘ভূপাল-আ প্রেয়ার ফর রেইন’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন ফাগুন। অভিনেত্রী ফাগুন এবার নাম লেখাতে যাচ্ছেন পরিচালকের খাতায়। আর শুরুতেই তিনি পেয়ে গেছেন হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের ছবি। বোঝাই যাচ্ছে এলেবেলে টাইপের কোনো ছবি হচ্ছে না এটা। শোনা যাচ্ছে, দুই বান্ধবীর আড্ডা শেষে নাকি জ্যাকুলিনকে নিজের ছবিতে অভিনয়ের জন্য আমন্ত্রণও জানিয়েছেন। আর শেষ পর্যন্ত যদি সব কিছু ব্যাটে-বলে হয় তাহলে এটাই হবে তাঁর প্রথম হলিউডি ছবি এবং দ্বিতীয় আন্তর্জাতিক ছবি। গত বছর মুক্তি পায় তাঁর অভিনীত ব্রিটিশ হরর ছবি ‘ডেফিনিশন অব ফিয়ার’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here