বরিশাল প্রতিনিধি ॥ কীর্তনখোলা নদী থেকে ১৫ মন ঝাটকা উদ্ধার করেছে কোষ্টগার্ডের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে এ ঝাটকা উদ্ধার করা হয়।
কোষ্টাগার্ডের বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম মঞ্জুরুল করিম বলেন, তালতলী মুখের কীর্তনখোলা নদীর অংশে অভিযান চালিয়ে বিভিন্ন নৌ-যানে তল্ল¬াশি চালিয়ে প্রায় ১৫মন জাটকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। উদ্ধারকৃত জাটকা নগরীর বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেয়া হয়েছে।