বেনাপোল প্রতিনিধি:
ভারতে পাচারকালে বেনাপোল চেকপোষ্টের নোম্যান্সল্যান্ড এলাকা থেকে ৫০ কার্টুন বিদেশী সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকালে ইজি লাইট ও মারলবোরো নামের ওই সিগারেটগুলো জব্দ করা হয়। এগুলো বেনাপোল চেকপোস্টের ডিউটি ফ্রি সপ থেকে কেনা হয়েছিল।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোষ্ট কমান্ডার আব্দুল্লাহ হীল ওয়াফী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রচুর পরিমান বাংলাদেশী ডিউটি ফ্রি বিদেশী সিগারেট নোম্যান্সল্যান্ড এলাকা দিয়ে ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালালে চোরাচালানীরা কয়েকটি পলিথিনের প্যাকেট ফেলে পালিয়ে যায়। প্যাকেটগুলো ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে তার মধ্য থেকে ইজি লাইট ও মারলবোরো নামের ৫০ কার্টুন বিদেশী সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেটের মূল্য ২ লাখ টাকা। জব্দকৃত সিগারেট বেনাপোল কাষ্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।