বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবীর খান। একবছর পর খালেদা জিয়া এবার শহীদ মিনারে যাচ্ছেন। গত বছর ফেব্রুয়ারিতে নিজের ডাকা লাগাতার অবরোধের মধ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাননি তিনি। তিনি জানান, বেগম খালেদা জিয়া আজ রাত সাড়ে ১১টায় দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে গুলশানের কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে রওনা দেবেন। বিএনপি চেয়ারপারসন প্রথম প্রহরে শ্রদ্ধা জানানোর অনুমতির ব্যাপারে গত ১৮ ফেব্রুয়ারি ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান এবং ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। দুপুর ২টায় এ সাক্ষাত হয়। ভিসি তাদের জানান, সরকারি কর্মসূচি পালনের পর খালেদা জিয়া প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন। এদিকে সকালে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একুশের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। তার সঙ্গে দলের সিনিয়র নেতৃবৃন্দও থাকবেন। তিনি আরো জানান, দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন যথাযথভাবে পালনে সহযোগিতার জন্য পুলিশ ও র্যাবকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।