বাগেরহাটের চিতলমারীতে বসতবাড়ী, স-মিল ভাংচুর ও লুটপাট

0
497

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর সাড়ে চার-আনী গ্রামে একটি বসতবাড়ী, পাশেথাকা স-মিল ও অটোবাইক রাখার গ্যারেজ ভাংচুর এবং নগদ টাকাসহ মালামাল লুট হয়েছে। পুর্ব-শুত্রুতার জের ধরে প্রতিপক্ষ পার্শ্ববর্ত্তি সদর উপজেলার বিষ্ণুপুর মান্দ্রা এলাকার পুলিশে কর্মরত সোহরাব সেখের স্ত্রী সেলিনা বেগম বহিরাগত ২০/২৫জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে গত মঙ্গলবার রাতে এ হামলা ও লুটপাট করে। ক্ষতিগ্রস্থ আঃ সালাম বাহাদুর জানান, হামলাকারীরা বসতবাড়ী ভাংচুর করে ঘরে থাকা নগদ ২ লাখ টাকা, ১০/১২ ভরি স্বর্নালংকারসহ ৭/৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। একই সময়ে ওই সন্ত্রাসীরা তার সমিল ও অটোবাইক রাখা ও চার্জ দেয়ার গ্যারেজ ভাংচুর করে। এ ঘটনার সময় বাড়ীর লোকেরা জীবন বাঁচাতে অন্যত্র আশ্রয় নিয়ে ওই রাতেই মোবাইল ফোনে চিতলমারী থানা পুলিশ কে জানানো হয়। খবর পেয়ে চিতলমারী থানার এএসআই নাজমুল ও এএসআই উজ্জল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসলেও সন্ত্রাসীরা চলে যায়। পরে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। প্রতিপক্ষ পুলিশ সদস্য হওয়ায় চিতলমারী থানা পুলিশ এ ঘটনার ক্ষতিপুরনসহ সুষ্ট মিমাংসার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেয়ায় মামলা করা হয়নি। এ ছাড়া কিছু সম্পত্তি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। এলাকাবাসী জানায়, আঃ সালাম বাহাদুরের সাথে পার্শ্ববর্ত্তি পুলিশের দারোগা সোহরাব সেখের সাথে কিছু সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা চলছে। এরই মধ্যে ওই দারোগার স্ত্রী গত মঙ্গলবার রাতে লোকজন নিয়ে এসে ওই বাড়ীতে হামলা ও ভাংচুর করে। পরে থানা পুলিশ এসে পরিদর্শন করেছে। চিতলমারী থানা পুলিশ হামলা ভাংচুরের ঘটনা স্বীকার করে জানায়, বিষয়টি উভয় পক্ষের সম্মতিতে মিমাংসার চেষ্টা করা হচ্ছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here